প্রথম পর্ব তে আমরা আলোচনা করেছিলাম ব্লগিং রিলেটেড ধারণা নিয়ে। আজকে আমরা আলোচনা করবো কিভাবে আপনি একটি ব্লগ একাউন্ট তৈরি করবেন?
ব্লগ সাইট যেহেতু একটি ফ্রী এবং উন্মুক্ত ওয়েবসাইট ক্রিয়েটর তাই এটি থেকে সাইট বা একাউন্ট তৈরি করতে কোনো টাকা বা পেমেন্ট করতে হয় না।
আপনি ফ্রিতেই আপনার পছন্দ মত নাম দিয়ে ব্লগ সাইট একাউন্ট খুলতে পারবেন।
এ জন্য আপনাকে একটি জি-মেইল আইডি খুলতে হবে আগে।
তারপর সেই জি-মেইল আইডি দিয়ে আপনাকে ব্লগার.কম ওয়েবসাইট এ গিয়ে সাইন আপ করে নিতে হবে।
ওয়েব-সাইট এ প্রবেশ করলেই আপনাকে একটি একাউন্ট খোলার জন্য সাইন-আপ করতে বলা হবে।
আপনি আপনার জি-মেইল আইডির এড্রেস এবং পাসোয়ার্ড দিয়ে খুব সহজেই সাইন-আপ করে নিবেন।
সাইন-আপ হয়ে গেলেই আপনাকে একটি ব্লগ সাইট তৈরি করতে বলা হবে আপনি আপনার পছন্দ মত একটি নাম দিয়ে ব্লগ সাইট খুলে নিবেন। যেমন আমার ব্লগ সাইটের নামঃ www.DirectSolutionBD.Blogspot.com
ব্লগ সাইট তৈরি হয়ে গেলে ব্লগার.কম আপনাকে আপনার ব্লগ সাইটের প্রথম পেইজে নিয়ে যাবে সেখানে দেখবেন কোনো কিছুই নেই একদম সাদা কারন আপনি তো কোনো লেখা পোস্ট করেন নি। তাই আপনাকে প্রথমে কিছু লেখা পোস্ট করে নিতে হবে যাতে আপনি বুঝতে পারেন আপনার ব্লগ সাইট টি কেমন দেখাবে।
আপনার ব্লগ সাইট তৈরি হয়ে গেলে সেখানে আস্তে আস্তে কিছুদিন লেখা পোস্ট করতে থাকবেন। মনে রাখবেন দু চার টা পোস্ট করলেই কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করা শুরু করতে পারবেন না, কারন আপনাকে আপনার ব্লগ থেকে ইনকাম করতে হলে 'google adsense' এর পার্টনারশিপ পেতে হবে। আর গুগল একসেন্স কিন্তু আপনার দু চার টা পোস্টের জন্য পার্টনার হিসেব গ্রহণ করবে না।
তাই আপনাকে প্রথম পর্যায়ে কিছুদিন লেখা পোস্ট করে যেতে হবে। আর লেখা গুলো অবশ্যই আপনার নিজের হতে হবে এবং আকর্ষণীয় হতে হবে যাতে আপনার লেখা পাড়তে আপনার ব্লগ সাইটে ভিজিটর বা পাঠকরা আসতে শুরু করে। এই পাঠকই হচ্ছে আপনার গুগল এডসেন্স অথবা সোনার হরিণ পাওয়ার মুল মন্ত্র। কারণ পাঠক ছাড়া তো আপনার সাইটে বিজ্ঞাপন দেখিয়ে লাভ নেই,গুগল কোম্পানি পাঠক ছাড়া ব্লগ সাইটে বিজ্ঞাপন দেখায় না তাই এডসেন্স ও এপ্রোভ করে না।
আপনার ব্লগ সাইটের পোস্ট গুলো নিজের হতে হবে এ কারনেই যে গুগল কোম্পানি চায় নতুন কিছু উপস্থাপক বা লেখক যারা শুধু নিজের লেখা গুলো পোস্ট করবে এবং সেগুলো পাঠকরা পড়ে আকর্ষিত হয়ে পাঠকরা তাদের নতুন লেখা পড়তে আবার সেই ব্লগ সাইটে ভিজিট করবে আর সেখানে গুগল সুযোগ পেয়ে এড শো করে দিবে।
তাই আপনি প্রতম পর্যায়ে যে লেখা গুলো পোস্ট করতে থাকবেন সেগুলো যেন অবশ্যই আপনার নিজের লেখা হয়।
0 Comments