মোবাইল কেনার আগে মোবাইলের বৈধতা যাচাই করে নিন।
মোবাইলের বৈধতা কিভাবে যাচাই করবেন?
আপনার মোবাইল টি BTRC (
২০২১ সালের BTRC আইনে নতুন বা পুরাতন মোবাইলকে বিটিআরসির 'Data Base' লিস্টে নতুন ভাবে আওতাভুক্ত করার নোটিস দেয়া হয়।
Bangladesh Telecommunication Regulatory Commissions)
''এর কাছে বৈধ কিনা অথবা মোবাইল কেনার আগে কিভাবে বুঝবেন মোবাইলটি অফিসিয়াল ভাবে আমদানিকৃত কিনা ?
বিটিআরসির আইন অনুযায়ী নতুন বা পুরাতন যেসব ফোনগুলো বিটিআরসির রেজিষ্ট্রেশন লিস্টে না থাকবে সেগুলোকে অবৈধ ঘোষণা করা হবে এবং মোবাইল গুলো বন্ধ করে দেয়ার ঘোষণাও দেয়া হয়।
পরবর্তীতে পুরাতন বা ব্যবহার করা ফোন গুলোকে তার ব্যবহারকারীর ডিটেইলস দিয়ে বিটিআরসির রেজিষ্ট্রেশন লিস্টে রেজিষ্ট্রেশন করার সুযোগ দেয়া হয়।
যেহেতু আমাদের ব্যবহার করা পুরাতন ফোন গুলো অটোমেটিক বিটিআরসির রেজিষ্ট্রেশন লিস্টে রেজিষ্ট্রেশন করে নেয়া হয়েছে তাই আমাদের ব্যবহার করা পুরাতন ফোন গুলো নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি নতুন কোনো ফোন কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে তার বৈধতা যাচাই করে নেয়া উচিত।
কারন,আপনি নতুন ফোন কেনার পর তা যদি আনঅফিসিয়াল বা বিটিআরসির ডাটাবেইজ এ রেজিষ্ট্রেশন করা না থাকে তাহলে সেটি অবৈধ হওয়ার কারনে যেকোনো সময় তা ব্যবহার অনুপযুক্ত হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে।
তাই আপনি অবশ্যই নতুন ফোন কেনার আগে তার বৈধতা যাচাই করে নিবেন।
কিভাবে মোবাইলের বৈধতা যাচাই করবেন?
মোবাইলের বৈধতা যাচাই করা একদম সহজ, আপনাকে শুধু আপনি যে ফোনটির বৈধতা যাচাই করবেন সেটির IMEI (International Mobile Equipment Identify) জানতে হবে।
মোবাইলটির IMEI নাম্বার বের করার পর সেটি আপনাকে মেসেজ এর মাধ্যমে
বড় হাতের 'KYD' লিখে তারপর একটি স্পেস বা খালি জায়গা করে তারপর মোবাইলটির 'IMEI' নাম্বারটি লিখে তা ১৬০০২ এই নাম্বারে সেন্ড করে দিতে হবে।
যেমনঃ KYD 356798616937393 পাঠিয়ে দিন 16002 এই নাম্বারে ।
পরবর্তী রিপ্লে মেসেজ এ আপনাকে মোবাইলটির বৈধতা সম্পর্কে জানানো হবে যে হ্যান্ড সেটটি বৈধ কি না।
আপনি এই যাচাই করন যেকোনো ফোন দিয়ে যেকোনো সিম থেকে করতে পারবেন।
আপনাকে শুধু যেটির বৈধতা যাচাই করবেন সেই মোবাইলের IMEI নাম্বার দিলেই হবে।
মোবাইলের IMEI নাম্বার কিভাবে বের করবেন?
যে কোনো মোবাইলের IMEI জানা একদম সহজ যদি তা আপনার হাতে থাকে৷
মোবাইলের IMEI নাম্বার বের করতে মোবাইলটি যদি চালু থাকে তাহলে সেটির ডায়াল অপশন বা কল এ গিয়ে টাইপ করুন *#006# এই কোডটি টাইপ করলেই আপনার ফোনের IMEI নাম্বারটি ডিসপ্লেতে শো করবে।
আর যদি ফোনটি বন্ধ থাকে তাহলে ফোনটির পেছনে ব্যাক সাইডে IMEI নাম্বার দেয়া থাকবে অথবা ফোনটি যদি ব্যাটারি রিমুভেবল হয় তাহলে ব্যাটারি খুলে দেখুন মোবাইলের ব্যাক বডিতে IMEI নাম্বার দেয়া থাকবে।
2 Comments
thnx for this post
ReplyDeletetnx
ReplyDelete