সেটি আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব।
আশা করি আজকের পর থেকে প্রি পেইড মিটারে টাকা রিচার্জ করতে আর কারো কাছে যেতে হবে না আপনাদের।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে আমাদের পুরোনো এনালগ মিটার পরিবর্তন করে যে ডিজিটাল প্রি-পেইড মিটার দেয়া হয়েছে এতে যেমন সুবিধা রয়েছে তেমনি একটু অসুবিধাও হয়েছে কারণ আগে মিটার এ অগ্রিম টাকা না দিয়ে আমরা নিশ্চিন্তে বিদ্যুৎ ব্যবহার করতে পারতাম কিন্তু এখন মিটারে টাকা না থাকলে মিটার আপনাকে বিদ্যুৎ সাপ্লাই দেয়া বন্ধ করে দেয় অর্থাৎ মিটারে টাকা না থাকলে আপনি ঘরের লাইট ফ্যান কিছুই ব্যবহার করতে পারবেন না। যদি রাত ১২ টা অথবা ১ টার পর আপনার প্রি-পেইড মিটারের টাকা শেষ হয়ে যায় তখন পরতে হয় বিপাকে কারন এত রাতে তো আর মিটারে টাকা রিচার্জ করতে পারবেন না,তখন সব দোকান বন্ধ থাকে কিন্তু আপনাকে যে এমারজেন্সি টাকা হাওলাদ দেয়া হয় সেটিও যদি আগেই ফুরিয়ে বসে থাকেন তখন আর রিচার্জ করা ছাড়া উপায় থাকে না।তবে যদি আপনার বিকাশ একাউন্ট এ টাকা থেকে থাকে তাহলে আপনি চাইলে আপনি নিজেই আপনার প্রি-পেইড বিদ্যুৎ মিটারে বিকাশ থেকে রিচার্জ করে টোকেন কিনে মিটার এ রিচার্জ করতে পারবেন।
তবে আপনি কিভাবে বিকাশ থেকে প্রি-পেইড মিটারে রিচার্জ করবেন তা যদি জানা না থাকে তাহলে তো হবে না।প্রয়োজনের সময় যেন বিপাকে না পরতে হয় তাই আপনার আমার সকলের জানা উচিত বিকাশ থেকে প্রি-পেইড মিটারে রিচার্জ করার নিয়ম ও পদ্ধতি।
চলুন জেনে নেয়া যাক -
বিকাশ থেকে কিভাবে প্রি-পেইড মিটারে টাকা রিচার্জ করবেন ?
বিকাশ থেকে প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করতে আপনার ফোনে প্রথমে বিকাশ এপটি ইন্সটল করে নিবেন এবং আপনার বিকাশ একাউন্ট এ প্রয়োজনীয় রিকয়ারমেন্ট দিয়ে লগ ইন করে নিবেন।
এরপর আপনার মোবাইল থেকে বিকাশ এপটি ওপেন করে নিন
বিকাশের পিন অথবা পাসোয়ার্ড দিয়ে লগ ইন করার পর বিকাশের হোম পেইজে দেখুন "Pay Bill" নামক একটি অপশন দেয়া আছে,সেটিতে ক্লিক করুনঃ
"Pay Bill "এ ক্লিক করার পর আপনি কোন বিল পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করতে বলা হবে যেমনঃ বিদ্যুৎ বিল, পানির বিল,গ্যাস বিল ইত্যাদি।
সেখান থেকে আপনাকে "ইলেকট্রিসিটি(Electricity )" লেখাতে ক্লিক করতে হবে,ক্লিক করার পর একটু নিচেই খেয়াল করবেন আপনাকে আপনার মিটারের অপারেটর সিলেক্ট করতে বলা হবে, আপনি আপনার অপারেটর সিলেক্ট করে নিন।
আপনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কোন অপারেটর এ আছেন তা জানতে আপনার মিটারের সাথে দেয়া কার্ড এর গায়ে দেখুন অপারেটর এর নাম দেয়া থাকবে। যেমনঃ Bangladesh Power Development Board(BPDB), Bangladesh Polli Biddut Board(BPBB)।
আপনার প্রি-পেইড মিটারের অপারেটর দেখে নিয়ে আপনাকে তা সিলেক্ট করে নিতে হবে।
যদি আপনার মিটার টি Bangladesh Power Development Board(BPDB) এর হয়ে থাকে এবং প্রি-পেইড হয়ে থাকে তাহলে আপনি BPDB (Prepaid) সিলেক্ট করে নিবেনঃ
অপারেটর সিলেক্ট করার পর আপনাকে মিটার এর নাম্বার টি দিতে বলা হবে আপনি আপনার মিটার এর কার্ড থেকে মিটার নাম্বার টি দেখে দেখে সঠিক ভাবে টাইপ করে নিবেন।
মিটার এর নাম্বার দেয়া হয়ে গেলে তারপরের নিচের অপশনে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে বলা হবে সেখানে আপনার নিজের যেকোনো একটি মোবাইল নাম্বার টাইপ করে দিবেন।
তার পর একবারে নিচে দেখুন "Process To Pay"-লেখা আছে সেখানে ক্লিক করে দিনঃ
এরপর আপনাকে একটি কনফারমেশন পেইজ এ নিয়ে যাওয়া হবে সেখান থেকে সব ঠিক আছে কিনা তা ভালোভাবে যাচাই করে নিবেন।
এবার লাস্ট স্টেপ একদম নিচে দেখুন " Tap and hold to Pay Bill" দেয়া আছে সেখানে চাপ দিয়ে ধরে থাকুন এবং "পে বিল সফল হয়েছে" এমন লেখা আসলে এপ থেেক বেরিয়ে আসুুুন।
পে-বিল কনফার্ম হলে কিছুক্ষন অপেক্ষা করুন আপনার মোবাইল নাম্বারে
বিকাশ থেকে একটি কনফার্ম মেসেজ আসবে তারপর একটু অপেক্ষা করলেই আপনাকে আরো একটি ফিরতি মেসেজে আপনার মিটারে টাকা রিচার্জ করার টোকেন নাম্বার সহ আরো একটি মেসেজ আসবে।
সেখান থেকে টোকেন নাম্বার টি সংগ্রহ করুন।
টোকেন সংগ্রহ হয়ে গেলে তা আপনার মিটারে দেখে দেখে ভালোভাবে টাইপ করে নিন। টোকেন নাম্বার টাইপ করা হয়ে গেলে মিটারের ডান পাশে থাকা ওকে(OK Button) বাটনে ক্লিক করে দিন।
পরিশেষে আপনার মিটারের ব্যালেন্স চেক কোড ডায়াল করে ব্যালেন্স চেক করে নিন।
1 Comments
Thnx
ReplyDelete