Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ব্লগ সাইট থেকে ইনকাম - কিভাবে শুরু করবেন? পর্ব-১ | Earn Money From Blogspot part-1


ব্লগ সাইট থেকে কিভাবে টাকা ইনকাম করবেন? 

শুরু থেকে শুরু করবেন যেভাবে। 

ব্লগ হচ্ছে মুলত লেখা লেখি করার জন্য একটি উন্মুক্ত ফ্রী ওয়েবসাইট যা গুগল কোম্পানি প্রোবাইট করে থাকে।  আর এটি একটি  মেরিকান অনলাইন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।

২০০৩ সালে 'Payra Lab' এটি তৈরি করেছিল৷ পরবর্তীতে গুগল এটির অধিগ্রহন করে নেয়। আর Google ব্লগগুলো হোস্ট করে, যা blogspot.com-এর একটি সাবডোমেনের মাধ্যমে এক্সেজ করা যায়৷

আর এটি থেকে যে ইনকাম বা উপার্জন আপনি করতে চান সেটি হচ্ছে গুগল এডসেন্স এর মাধ্যমে আর এটিও গুগল কোম্পানি প্রোবাইট করে থাকে। 

আপনি দেখে থাকবেন বা শুনে থাকবেন অনেকেই ইউটিউব থেকে টাকা ইনকাম বা উপার্জন করে থাকে। আপনি যদি না জেনে থাকেন ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করে তাহলে জেনে নিন সেটিও এই গুগল কোম্পানির 'google adsense' এর মাধ্যমেই হয়ে থাকে। 

আসল কথা হচ্ছে আপনি অনলাইন থেকে যদি লিগ্যালী টাকা উপার্জন করতে চান তাহলে তা একমাত্র গুগল থেকেই সম্ভব যা একটি  'google adsense account' এর মাধ্যমে আপনাকে প্রদান করা হয়ে থাকবে।

এখন কথা হচ্ছে যেহেতু আপনি টাকা উপার্জন এর জন্য ব্লগিং করবেন সেহেতু আগে আপনাকে জানতে হবে টাকা কিভাবে উপার্জন করবেন বা ব্লগ থেকে টাকা কিভাবে দেয় এবং আপনি তা কিভাবে পাবেন?

ধরুন আপনি এখন একটি ব্লগ সাইট খুলে ফেললেন আর তাতে কিছু লেখা পোস্ট করলেন তাতেই কি আপনি ব্লগ থেকে টাকা ইনকাম করতে পারবেন?  এক কথায় না।

ব্লগ থেকে টাকা ইনকাম করতে হলে আগে আপনাকে জানতে হবে তার মাধ্যম টা কি?  কি ভাবে আপনি টাকা পাবেন। 

তারপর আপনি একটা ব্লগ খুলবেন। আর কিভাবে ব্লগ খুলবেন কেমন পোস্ট করবেন? কেমন ভাবে সাজাবেন? তা আমি আপনাদের জানাবো এবং শিখাবো সব থেকে সহজ উপায়ে স্টেপ বাই স্টেপ। 

তো, প্রথমে আপনাকে  জানতে হবে ব্লগ থেকে উপার্জনের মাধ্যম এবং কিছু বিধিনিষেধ এরপর জানতে হবে ব্লগ এর কিছু নিয়ম কানুন তারপর আপনি শুরু করতে পারবেন ব্লগিং। আর মনে রাখবেন একটু কঠিন হলেও সঠিক ভাবে ব্লগিং করতে পারলে তা থেকে টাকা ইনকাম করা একদম সহজ আর ইনকামের পরিমান হতে পারে প্রথম পর্যায়ে ৮ থেকে ১০ হাজার টাকা প্রতি মাসে এবং তা পরবর্তীতে দাড়াতে পারে  ৫০ থেকে ৬০ হাজার টাকা প্রতি মাসে।

তো চলুন আগে জেনে নেয়া যাক ব্লগ থেকে টাকা ইনকাম এর মাধ্যম। 

আপনি যখন একটি ব্লগ সাইট তৈরি করবেন এবং তাতে লেখা পোস্ট করতে থাকবেন তখন আপনার সেই লেখা গুলো পড়তে আপনার ব্লগ এ পাঠক আসবে। 

আর যখন আপনার ব্লগ সাইটে পোস্ট করা আপনার লেখা পড়তে পাঠক আসা শুরু করবে তখন গুগল আপনার ব্লগ সাইটে বিজ্ঞাপন বা এড দেখাবে। মুলত আপনার ইনকাম টা সেই বিজ্ঞাপন বা এড থেকেই আসবে৷ অর্থাৎ গুগল কোম্পানি আপনার ব্লগ সাইটে বিজ্ঞাপন দেখানোর জন্য বিজ্ঞাপন দাতাদের কাছ থেকে পেমেন্ট বা টাকা নিয়ে থাকে আর গুগল যেহেতু আপনার ব্লগ সাইটের মাধ্যমে সেই বিজ্ঞাপন প্রচার করবে তাই বিজ্ঞাপন দাতাদের কাছ থেকে নেয়া পেমেন্ট এর কিছু অংশ আপনাকেও পেমেন্ট হিসেবে দিবে।

এজন্য আপনার লেখা হতে হবে পাঠকদের জন্য আকর্ষণীয় যাতে পাঠকগন আপনার লেখা পড়তে আপনার ব্লগ সাইটে আসে এবং তাদের সামনে বিজ্ঞাপন দেখালেই আপনি টাকা পাবেন।

এখন এই বিজ্ঞাপন আপনার ব্লগ সাইটে চালু করার জন্য আপনার দরকার হবে 'Google Adsense Partnership'.

আর মনে রাখবেন গুগল এডসেন্স পার্টনারশিপ পাওয়া কিন্তু এত সহজ নয় একটু কঠিন এবং সোনার হরিণও বলা চলে।

তাই আপনাকে ভালোভাবে এডসেন্স পার্টনারশিপ পাওয়ার নিয়মগুলো জানতে হবে তাহলে এই সোনার হরিণ পেতে আপনাকে বেশি কষ্ট করতে হবে না।

যেহেতু আজকের পর্বটি 'ব্লগ থেকে ইনকাম' এর শুরু নিয়ে তাই ব্লগিং রিলেটেড কিছু ধারনা প্রথমেই আপনাদের দিয়ে দিলাম। 

পরের পর্ব তে আমরা আলোচনা করবো কিভাবে আপনি একটি ব্লগ একাউন্ট তৈরি করবেন এবং কিভাবে তা আকর্শনীয় ভাবে সাজাবেন।


Post a Comment

0 Comments

Translate

. .