Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

PC/Laptop এ কোন ডাউনলোডার ইউজ করবেন? | Best Downloader For Pc/Laptop.

  


কম্পিউটার অথবা ল্যাপ্টপ থেকে কোন ডাউনলোডার দিয়ে ডাউনলোড করবেন?

কম্পিউটার বা ল্যাপটপ থেকে যখন আমরা কোনো এপ/ফাইল বা ভিডিও ডাউনলোড করতে চাই তখন একটু বিপাকেই পরতে হয়। কারন আপনার কম্পিউটার বা ল্যাপটপ এ যদি কোনো ডাউনলোডার ইন্সটল করা না থাকে তাহলে আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার সরাসরি ডাউনলোডটি করার চেস্টা করে। কিন্তু এতে আপনি ডাউনলোডের ফুল স্পিড পান না।ফলে কোনোকিছু ডাউনলোড দিলে তা কমপ্লেট হতে অনেক সময় লাগে। 

কিন্তু যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ এ এক্সটার্নাল ডাউনলোডার ইন্সটল করা থাকে তাহলে কোনো কিছু ডাউনলোড দেওয়া একদম সহজ হয়ে যায় আর এক্সটার্নালী ডাউনলোড হওয়াতে স্পিডও ভালো পাওয়া যায়৷ 

এখন প্রশ্ন হচ্ছে  ইন্টারনেট বা গুগলে সার্চ করলে তো অনেক ধরনের ডাউনলোডার পাওয়া যায় এর মধ্যে সব থেকে বেস্ট কোনটা? 

ইন্টারনেটের ডাউনলোডার গুলোকে যদি কম্পেয়ার করা হয় তাহলে সব থেকে ভালো ডাউনলোডার হিসেবে IDM ( internet download manager) এটাই বেস্ট। 

IDM ডাউনলোডার এপ্লিকেশন টি আপনি অনলাইনে তিন টি ভার্সন এ পাবেন 

১/ প্রিমিয়াম ভার্সন 

২/ ফ্রি ভার্সন

৩/ ক্র‍্যাক ভার্সন

প্রিমিয়াম ভার্সন (IDM PREMIUM VERSION)ঃ

আপনি যদি IDM প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করে ব্যবহার করতে চান তাহলে এটি আপনাকে সব ধরনের ফিচার ব্যবহার করার সুযোগ দিবে এবং যেকোনো প্রকার প্রবলেম ইস্যুতে আপনাকে অনলাইন সাপোর্ট দিবে।  প্রিমিয়াম ভার্সন আপনাকে টাকা পেমেন্ট করে কিনে নিতে হবে। আপনি চাইলে প্রিমায়ম ভার্সন ১ মাস থেকে ১ বছরের জন্য কিনে নিতে পারেন।

 ফ্রি ভার্সন (IDM FREE VERSION)ঃ

আপনি চাইলে IDM এর ফ্রি ভার্সন টি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তবে এটি ফ্রিতে এক মাসের বেশি ইউজ করতে পারবেন না।প্রথম ইন্সটল করার পর IDM আপনাকে এক মাস ফ্রি ট্রায়াল ব্যবহার করতে দিবে তারপর আপনাকে এটি পেমেন্ট করে কিনে নিতে হবে। ফ্রি ভার্সন এ আপনি প্রিমিয়াম ভার্সন এর সব ফিচার পাবেন কিন্তু সেটিও ১ মাসের বেশি নয়। তবে আপনি এক মাস ব্যবহার করার পর যদি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার টির উইন্ডোজ অপারেটিং সিস্টেম পুনরায় নতুন করে ইন্সটল করে আবার IDM এর নতুন ভার্সন ডাউনলোড করে পুনরায় ইন্সটল করে নেন সেক্ষেত্রে আপনি আবারো ১ মাস ব্যবহার করতে পারবেন। 

 ক্র‍্যাক ভার্সন (IMD CRACK VERSION)ঃ 

তবে আপনি যদি এটির ক্র‍্যাক ভার্শন ডাউনলোড করে নিতে পারেন তাহলে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। কিন্তু ক্র‍্যাক ভার্শনও এক-দুই মাসের বেশি ইউজ করা যায় না। তাই আপনাকে কষ্ট করে প্রতি আপডেটের পর ভারশন অনুযায়ী ক্র‍্যাক ডাউনলোড করে নিতে হবে এতে ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। ক্র‍্যাক ভার্শন ডাউনলোড করতে আপনাকে গুগল বা ইউটিউব থেকে সার্চ করে এটির ক্র‍্যাক ভার্শন ডাউনলোড করে নিতে হবে।


IDM ( INTERNET DOWNLOAD MANAGER) OFFICIAL DAOWNLOAD LINK : Download now

IDM FREE VERSION 30 DAYS TRIAL DOWNLOAD LINK: Download now

Post a Comment

1 Comments

Translate

. .