আপনার ইমু আইডি অন্য কারো ফোনে লগ ইন করা আছে কি না কিভাবে বুঝবেন? কিভাবে অন্য ফোনে লগ ইন করা ইমু থেকে লগ আউট করবেন?
বর্তমানে ইমু আইডি ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে৷ যার হাতে এন্ড্রয়েড মোবাইল আছে তার ফোনে ইমু নেই এমন খুব কমই পাওয়া যায়।
বিশেষ করে আমাদের দেশের প্রবাসীদের কাছে এটি খুবই গুরুত্বপুর্ন এপ বা অনলাইন কলিং সফটওয়্যার।
প্লে স্টোর এর মাধ্যমে খুব সহজেই পাওয়া যায় আর কথা বলার ক্ষেত্রে ইন্টারনেট খরচ ছাড়া কোনো খরচ বা ক্রেডিট দিতে হয় না বলেই এটি খুব জনপ্রিয়তা পেয়েছে।
শুরুর দিকে এই ইমু ব্যবহার এর কারনে অনেকেই অনেক সমস্যায়ও পরেছে।
যেমনঃ ইমু আইডি হ্যাক হয়ে যাওয়া, কল বা ভিডিও রেকর্ড ফাস হয়ে যাওয়া আরো অনেক টেকনিক্যাল সমস্যায় পরতে হয়েছে৷ তবে ইমু কোম্পানি তাদের এপ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বর্তমানে এটির টেকনিক্যাল ত্রুটিগুলো সহ এটির প্রাইভেসি ও সিকিউরিটি সিস্টেম অনেক স্ট্রং করেছে।
তবুও যেহেতু এটি একটি ডিজিটাল অনলাইন কলিং এপ তাই এটি হ্যাক হওয়ার সম্ভাবনা থেকেই যায়।
আজকে আমি আলোচনা করব যদি আপনার ইমু একাউন্টটি অন্য কারো ফোনে লগ ইন করা আছে কি না তা কিভাবে চেক করবেন বা বুঝবেন। আপনার পারসোনাল নিরাপত্তার জন্য আজকেই চেক করে নিন।
প্রথমে আপনার ইমু এপটি ওপেন করে নিন।
ইমু এপ ওপেন হয়ে গেলে আপনার প্রোফাইলে (বাম সাইডের উপরে কর্নারে আপনার ছবিতে ) ক্লিক করুন।
এরপর আবার সেই মোবাইল যদি আপনার ইমু একাউন্টটি লগ ইন করতে চায় তাহলে ভেরিফিকেশন কোড চাইবে সে আর কখনো আপনার ভেরিফিকেশন কোড ছাড়া লগ ইন করতে পারবে না৷
ভুলেও কখোনো আপনার ভেরিফিকেশন কোড কাউকে শেয়ার করবেন না।
0 Comments